Sunday, October 4, 2020

মাফিয়াদের দ্বীপ সিসিলি | History of the Sicilian Mafia - Sicily is known...





সিসিলি দক্ষিন ইতালীতে অবস্থিত ভূমধ্যসাগরের বৃহৎ একটি দ্বীপ। দ্বীপটির
আয়তন প্রায় ২৫ হাজার বর্গকিলোমিটার। আফ্রিকা, ইউরোপ ও এশিয়ার মধ্যবর্তী স্থানে অবস্থিত
হওয়ার ফলে এই দ্বীপটির কৌশলগত দিক খুবই গুরুত্বপূর্ণ। এ কারনে প্রাচীন কাল হতে নানা
জাতির এই অঞ্চল দখল ও আক্রমন করার কারনে একটি স্বতন্ত্র সংস্কৃতি গড়ে ওঠে এই দ্বীপে।
খ্রিস্টপূর্ব প্রায় ১ হাজার বছর পূর্বে ফোনেশিয়ানরা এখানে প্রথম বসতি গড়ে তোলে। এরপর
রোমান, বাইজেন্টাইন, আরব, নরম্যান একের পর এক বহিঃশক্তি দখল করে এই গুরুত্বপূর্ণ দ্বীপটিকে।
এসব বহিঃশক্তির আক্রমনের মুল কারন মাউন্ট এটেনা। কারন এই সক্রিয় আগ্নেয়গিরির ছাই হতে
এ দীপের অধিকাংশ জমি অত্যান্ত উর্বর এবং দ্বীপের অবস্থান বানিজ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
গ্রীকরা যখন সিসিলি আক্রমন করে তখন ফোনেশিয়ানদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। তবে রোমানরা
এ অঞ্চল দখল করে এ অঞ্ছলের বহুবাদী মতবাদের ওপর প্রথম আঘাত হেনেছিল। এরপর ৯০০ শতাব্দিতে
আরব এবং ১১ থেকে ১৩শ শতাব্দী পর্যন্ত নরম্যানরা সিসিলি শাশন করে। প্রায় ৫ হাজার বছর
আগেই এ দ্বীপে বিভিন্ন অঞ্চলের মানুষ এসেছে। মূলত, ইতালী, উত্তর আফ্রিকা ও ফোনেশিয়ানরা
ছিল এ অঞ্চলের আদি অধিবাসী। গ্রীকরা খ্রিস্টপূর্ব ৭৫০ সালে প্রথম সিসিলি দখল করে। পাশাপাশি
তারা ইতালির কিছু অংশও নিজেদের দখলে নেয়। গ্রীকরা সিসিলি দখলের সময় অন্য জাতের মানুশের
সঙ্গে তাদের সংঘর্ষ ও দ্বন্দ্ব হয়। এরপর খ্রিস্টপূর্ব ৪৮০ সালে রোমানরা সিসিলি দখল
করে এবং ৫০০ বছর দ্বীপটি শাশন করে। রোমানদের উদ্যেশ্য ছিল তারা এই দ্বীপটিকে উন্নয়নের
শিখরে নিয়ে যাবে। কিন্তু, দুর্ভাগ্যজনকভাবে সিসিলিতে রোমানদের সময় ব্যাপক দুর্নীতি
ও স্বজনপ্রীতি ঢুঁকে পড়ে। যার কারনে সিসিলির অধঃপতন তরান্বিত হয়। রোমানদের কারনে সিসিলিতে
খ্রিষ্ট ধর্মের ব্যাপক প্রসার লাভ করে। এরপর আরব ও স্পেনের মুসলিমরা যাদের সম্মিলিত
ভাবে সারাসেন বলা হত তারা সিসিলি দখল করে। আরবরা সিসিলি দখল করার পর তারা আধুনিক চাষাবাদের
সূচনা করে। এ দ্বীপে আরবরা কমলা, ও লেবু জাতীয় ফসলের চাষাবাদ শুরু করে। আরবদের মাধ্যমে
সিসিলি বাণিজ্যের শিখরে উপনীত হয়। তখন সিসিলির রাজধানী ছিল পালেরমো। এ সময় এ অঞ্ছলে
প্রায় ১০০র বেশি মসজিদ নির্মিত হয়। সিসিলির ধর্মীও সহিঞ্ছুতা ছিল অসাধারণ। কেউ কারো
ধর্মীও স্বাধীনতায় হস্তক্ষেপ করতো না এবং নিজেদের বিশ্বাস অন্যের উপর চাপিয়ে দিত না।
এই ধর্মীও সহিঞ্ছুতার ফলে নানা ধর্মের মিলন কেন্দ্রে পরিনত হয় সিসিলি। তখন ইউরোপিয়ানদের
আগ্রহের কেন্দ্রবিন্দু ছিল সিসিলি। তারা এই দ্বীপ দখলের নানা চক্রান্ত শুরু করে। সেই
সময় ইউরপের একটি উদীয়মান শক্তি ছিল সাউদারন পার্টের নরম্যান্ডি। যারা উত্তর ফ্রান্সে
নিজেদের অবস্থান পোক্ত করেছিল এবং পরবর্তীতে ইংল্যান্ড দখল করেছিল। এই নরম্যানরা অবশ্য
ফ্রান্সের অধিবাসী নয় বরং তারা ছিল স্ক্যান্ডিনেভিয়া ভাইকিংস। তারা ডেনমার্ক থেকে
এসে ফ্রান্সের নরম্যান্ডে ঘাঁটি গড়েছিল। নরম্যানরা সিসিলি দখল করার পর অঞ্চলটিতে কোন
ধর্মীও শাশন চাপিয়ে দেয় নি বরং ধর্মীও স্ব-অবস্থান নিশ্চিত করে। রাজা রজারের সময়কালে
দ্বীপটিতে ধর্মীও স-অবস্থান ছিল। তখন বিভিন্ন সভ্যতার সংমিশ্রণে তৈরি স্থাপত্যের অসাধারণ
সব নিদর্শন স্থাপিত হয় এ দ্বীপে এবং গড়ে ওঠে একটি সমন্বিত সংস্কৃতি যা ছিল স্বতন্ত্র।
নরম্যানরা বেশ সমৃদ্ধশালী জীবন ব্যাবস্থা তৈরি করতে সক্ষম হয় এবং পালেরমো ছিল তখন উন্নয়নের
শিখরে। এরপর জার্মান রাজা ফেড্রিক, ফ্রান্সের রাজা চার্লস ও  স্পেনের রাজা পিটার
দখল করে নেয় এই দ্বীপটি। এ সময় ব্যাপক সংঘাত - সংঘর্ষের কারনে সিসিলির অধিকাংশ নাগরিক
দ্বীপটি ছেড়ে অন্যত্র চলে যায়। দ্বিতীয় বিশ্ব যুদ্ধের আগে ইতালীয়রা সিসিলিকে স্বায়ত্তশাসিত
অঞ্চল ঘোষণা দিয়ে দেশটিকে নিজ দেশের সঙ্গে এতিভুত করে। এ সময় বেশ কিছু মাফিয়ার উত্থান
হয় এ অঞ্চলে। যার মধ্যে ছিল ডন কলজেরো ভিজিনিসহ আরও বেশ কয়েকজন ইতালিইয়ান মাফিয়া। এসব
মাফিয়ার দইরাত্যে সিসিলি মাদক দ্রব্যের অন্যতম ভূস্বর্গে পরিনত হয়। তবে বর্তমানে অঞ্চলটি
পর্যটকদের অন্যতম আকর্ষণের স্থান।

0 comentários:

Post a Comment

Feature Post